শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

রাখালীয়া সুরে পাগল প্রায় স্রোত ধারা উদ্দাম
ফুলে ফুলে সে অলি হয়ে তোলে গুঞ্জন অফুরান
বুকে তার প্রেম ভরা উচ্ছ্বাস ঢেউ তুলে অবিরাম
মায়াবী চোখের আড়ালে হাসে গোলাপ জাফরান ।
শিখা জ্বল জ্বলে মুক্তির নেশা বাজে তার প্রাণে
তবুও বিলুপ্ত মানবতায় মুহূর্তে গর্জে যৌবন
সিংহ তেজে বীর সাজে উদ্ধত কাঁপায় ভূবন
কে তারে থামায় ক্ষমাহীন সে মানবের অপমানে।
বাঁধা বিপত্তির সন্মুখে সে দূর্বার লাগামহীন
ভাঙ্গা ও গড়ায় ক্লান্ত সে নয় ,চলে বিরামহীন
মাতাল নেশায় উত্তাল দৃপ্ত শপথে কঠিন সংগ্রামী
ফুল ফসলে আনন্দ হাসি ভরা স্বপ্নীল আগামী ।
ভাঙা হালে পাকা মাঝি হয়ে সাগরে ভাসায় তরী
নির্ভীক সে পথ পাড়ি দেয় হিসেবহীন দরাদরি ।
অমানিশার অন্ধকারে ঝড় ঝঞ্জায় পথ চলা দ্যূতিময়
ক্লান্তি অবসাদ জড়তা পারেনি দমাতে কোন জয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন