শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

অন্য এক দিক... ভূমিকম্পের প্রস্তুতি,
পুজারিণী সদ্যস্নাত এলো চুলে মৃদু হেসে
নোনা শরীরে আহ্বান জানালো আলিঙ্গনের।
দূরবর্তী এক নদীর স্রোত, উচ্ছ্বল ঝরনার মত
ঝাপিয়ে পড়লো গায়ে, পূজারিণী ভিজল,
কিন্তু তার বসন ভিজল না।

এক লপ্তে সমস্ত দ্বিধাকে পিছনে ফেলে
হাঁটতে সেখায় পূজারিণী, গোপন সময়ে
কিম্বা নিকষ কালো অন্ধকারে,
বনাঞ্চলে পূজারিণীর একক আগমন
নীরব বনাঞ্চলে তার অধিবাস।
বিজিত আর জয়ী তফাৎ খুঁজে ফেরে তার বুকে।
অবলীলায় জীবনের সুক্ষ্ম বোধ কাঁপিয়ে তোলে বুক।
তিরতির করে কাঁপতে থাকে ঠোঁট।
কিছুকাল পরে নদী এসে দাঁড়ালো তার সম্মুখে,
নদীর আহ্বান... ছটফটে নদী বলেছিল
'এসো, আজ ভেজাই তোমায়, সম্পূর্ণ স্নানে।'
আপাত ছলনায় স্মিত হাস্যে পূজারিণী অস্বীকার করল
পুজারিণী উত্তরে বলল,
'এ স্নানে আর ইচ্ছা বেঁচে নেই, ছিটানো জলেই যে ভিজেছি মনে মনে।'
পূজারিণী আবার পিছু ফিরে, মিশে গেল বনান্তরে,
নদী তার গন্ধ এখনও পায়,
স্নাত হয় নিঃশ্বাসে, তবু নাগাল পায়না তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন