শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

পাঁপড়ি গুলো উন্মুখ হয়ে অপেক্ষা করে ,
ক্লান্ত পাঁপড়ি একটি একটি করে ঝরে পড়ে ।
চঞ্চল পাখি নীড়ে ফেরা ভুলে যায় ,
চাঁদ, মেঘের আড়ালে ঢেকে নেয় জোছনা ।
বিদগ্ধ চেতনায় তারুণ্য থেকে পৌঢ়ত্বে
চোখ এখন ঝাপসা -!
এখনও অনেক স্মৃতির প্রিয় মুহূর্তগুলো
একাকী দগ্ধীভূত করে ।
আমি সয়ে গেছি সব দহন জ্বালা ।
আজও ক্ষীণ হয়ে এখনও কানে সেই বাঁশির সুর
দোলা দেয় ,
থাক, না বলা কথাগুলো আমাতেই থাক ।
না জানা প্রশ্নের উত্তর নাইবা জানলাম ,
কৌতূহল জীবনটা কৌতূহলী হয়েই থাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন